এবার এসএসসি পরীক্ষায় ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল করেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী শিশির চন্দ্র মনি দাস।

গত ১০ জুলাই ফল প্রকাশের পর দেখা গেছে ওই শিক্ষার্থী শিশির মনি দাস কৃষি বিষয়ে ফেল করেছে। সে কৃষিবিজ্ঞানে এবার পরীক্ষায় দেয়নি।
জানা যায়, কালিয়াকৈর গোলাম নবী মডেল উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগ থেকে ছাত্র শিশির চন্দ্র মনি দাস গত ২০২৪-এ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।ওই শিক্ষার্থী সব বিষয়ে পাস করলেও ধর্ম বিষয়ে ফেল করে। পরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ওই শিক্ষার্থী ধর্ম বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। গত ১০ জুলাই ফল প্রকাশের পর দেখা গেছে ওই শিক্ষার্থীর কৃষি বিষয়ে ফেল করেছে। অথচ এবার পরীক্ষায় সে কৃষি বিষয়ে অংশগ্রহণ করেনি।

 
         
         
        