 
        ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘রাফায়েল’ সম্প্রতি একটি প্রোমোশনাল ভিডিও প্রকাশ করেছে। যেখানে তাদের তৈরি ‘স্পাইক ফায়ারফ্লাই’ ড্রোন গাজায় একজন ব্যক্তিকে অনুসরণ করে হত্যা করতে দেখা যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে এবং এটিকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছেন অনেক বিশেষজ্ঞ।
ভিডিওতে দেখা যায়, একটি ক্ষুদ্র কামিকাজে ড্রোন ধ্বংসস্তূপে ভরা গাজা শহরের একটি রাস্তার ওপর ভেসে রয়েছে।এরপর ড্রোনটি একজন হেঁটে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করে এবং তাকে লক্ষ্য করে আঘাত হানে। ভিডিওর শিরোনাম ছিল ‘স্পাইক ফায়ারলি ইন আরবান ওয়ারফেয়ার’ এবং এতে নাটকীয় সামরিক সঙ্গীতও যোগ করা হয়েছে।
অন-স্ক্রিন টাইটেলে লেখা হয়, ‘ড্রোনটি লক্ষ্য শনাক্ত করে অনুসরণ করে এবং লক্ষ্যবস্তুকে শেষ করে।’

 
         
         
        