 
        ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
অদ্ভুত ঘটনার সাক্ষী হলো সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ-ভুটান ম্যাচের ভেন্যু বদলে গেল মাঝপথে। এরপর বাংলাদেশ গোল হজম করে কিছুটা ভয়ও পাইয়ে দেয়! যদিও সে ভয় কাটতে সময় লাগেনি। শান্তি মার্ডির হ্যাটট্রিক ও মুনকি আক্তারের গোলে ভুটানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ খেলা বাংলাদেশের পয়েন্ট হলো ৯। ১৭ জুলাই নিজেদের চতুর্থ ম্যাচে একই প্রতিপক্ষের মুখোমুখি হবে স্বাগতিকেরা।

দুই মাঠে এক ম্যাচ! দেশের ফুটবলে এমন নজির আগে কখনো দেখা যায়নি। আজ বাংলাদেশ-ভুটান ম্যাচে তেমনি এক বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন ফুটবলপ্রেমীরা। ভারী বৃষ্টিতে ম্যাচের ভেন্যু কিংস অ্যারেনায় প্রথমার্ধের পর আর খেলা গড়ায়নি। দুই দফা পর্যবেক্ষণের পরও ম্যাচ কমিশনার আনসার আসিফ সন্তুষ্ট হতে পারেননি। শেষ পর্যন্ত কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা।
খেলা শুরুর ৫৩ মিনিটে ম্যাচে সমতায় ফেরে ভুটান। বাংলাদেশের অগোছালো রক্ষণের সুযোগ কাজে লাগান সানগে ওয়াগমো। ৫৬ মিনিটে ভুটানের গোলকিপারকে একা পেয়েও পোস্টে বল রাখতে পারেননি উমেলা মারমা। অবশ্য দ্বিতীয় গোল পেতে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি বাংলাদেশকে। ৫৭ মিনিটে আবারও সেই শান্তি। এবার কর্নার থেকে আসা বল জালে জড়িয়ে মাতেন উদ্যাপনে। ৭৬ মিনিটে বদলি হয়ে নামা মুনকি আক্তার একক কৃতিত্বের গোলে স্কোরলাইন ৩-১ করেন। আর ৭৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন শান্তি। চলমান সাফে যেটা তাঁর চতুর্থ গোল।

 
         
         
        