
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ ● বুধবার, ১৬ জুলাই ২০২৫
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফেরার পথে দলটির কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত হিসেবে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম উঠে এসেছে, যাদের বর্তমানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও এনসিপি’র পক্ষ থেকে জানানো হয়, বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের প্রধান সড়ক অবরোধ করে ওই হামলা চালানো হয়। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার তাৎক্ষণিক পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। বিকেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিজিবির ৪টি প্লাটুন ঘটনাস্থলে যোগ দেয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে বিজিবির চারটি প্লাটুন কাজ করছে।”
শেষ খবর পাওয়া পর্যন্ত, হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এনসিপির কেন্দ্রীয় নেতারা আপাতত গোপালগঞ্জ সার্কিট হাউসে অবস্থান করছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এনসিপির কার্যক্রম ঘিরে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

 
         
         
         
        