
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলার পর দলটির শীর্ষ নেতারা সেনাবাহিনীর একটি গাড়িতে করে এলাকা ত্যাগ করেছেন। বুধবার বিকেলে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে একাধিক নিরাপত্তা সূত্র।
জানা গেছে, সমাবেশ শেষে ফিরে আসার সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে এনসিপির বহরে হামলা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে পরিস্থিতির অবনতি হতে থাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের নিরাপত্তার কথা বিবেচনা করে সেনাবাহিনী তাদের একটি সামরিক যানযোগে গোপালগঞ্জ সার্কিট হাউস থেকে সরিয়ে নিয়ে যায়। সূত্রমতে, ওই নেতাদের ঢাকার উদ্দেশ্যে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে।
ঘটনাস্থলে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তার ভাষ্যমতে, “নিরাপত্তাজনিত কারণে এনসিপির কিছু শীর্ষ নেতাকে আমরা সরিয়ে নিয়েছি। এটা আমাদের রুটিন নিরাপত্তা ব্যবস্থা।”
এর আগে, হামলার ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে।
এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। 
ভিডিও দেখুন- 

 
         
        